বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত প্রায় তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আলেকজাণ্ডার বাজার এলাকায় জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
এর আগে সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল এর উপস্থিতিতে এ জালগুলো ধবংস করা হয়।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সকালে অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জাল (মশারি জাল বিশেষ) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।