রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউপির লামচর হাইস্কুল মাঠে রোববার দুপুরে মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মেদ স্মৃর্তি ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। লামচর টাইগার স্পোটিং ক্লাবের উপদেষ্টা মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারী মাহবুবর রহমান পলাশের সঞ্চালনায় এবং ক্লাবের সভাপতি মোঃ মাসুদ ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের এমপি লায়ন এম এ আউয়াল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া বাজার ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মোসলে উদিদন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, লামচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহীদ উল্যা, রাজনীতিবিদ মোঃ মফিজ উল্যা,সৈয়দ আহম্মেদ পাইন,এমপির পিএস ফরিদ আহম্মেদ বাঙ্গালী,লামচর ওয়ার্ডের মেম্বার মোঃ আলম, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ আলম,ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ ভূঁইয়া, সদস্য মোঃ সাহাদাৎ হোসেন, উপদ্রেষ্টা মোঃ সালা উদ্দিন মানিক, উপদ্রেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মিজানুর রহমান সোহাগ ও মোঃ টিপু সুলতাল ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
রামগঞ্জ মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মেদ স্মৃর্তি ফুটবল টূর্নামেন্টের পুরস্কার বিতরন
Array
