আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর হযরত শাহমিরান (রা) আলীম মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
তিঁনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল তবিয়তে নিয়মিত পরিচালনা কমিটি গঠন না করে শিক্ষাবোর্ডের বিধিমালা উপেক্ষা করে ২০২১ সাল থেকে অধ্যাবধি নিজস্ব মনগড়া ৪বার এডহক কমিটি গঠন করেছেন। ভুয়া বীল ভাউচার করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত, শিক্ষকদের হাজিরা খাতায় অনিয়ম, নৈমিত্তিক (সি-এল) ছুটিতে স্বজনপ্রীতি মাধ্যমে অনিয়ম, রুটিং ভুক্ত শিক্ষকদেরকে বাদ দিয়ে এবতেদায়ী শিক্ষক দিয়ে জাতীয় শিক্ষা কার্যক্রম প্রশিক্ষণে প্রেরণ করেছেন।
যাহা শিক্ষা মন্ত্রণালয় বিধিবহির্ভূত। শিক্ষক অনুপস্থিত থাকলে বেতন কর্তন করার নিয়ম থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুসারী হওয়াতে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষকের বেতন কর্তন করা হয়নি। সৃষ্ট ঘটনায় ছাত্র-অভিভাবকগণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফারের অপসারণ দাবী করেছেন। এছাড়াও ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন অনিয় দুর্নীতি,অনিয়ম,স্বজনপ্রীতি কারণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে ছাত্র অভিভাবক হাজী মীর মোশাররফ হোসেন গত ২৮শে জানুয়ারি তারিখে জেলাপ্রশাসক লক্ষ্মীপুর এঁর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। স্থানীয় আব্দুল মতিন কেরানি, অভিভাবক আব্দুর রাজ্জাক, সহিদ রানা, হাজী মীর মোশাররফ হোসেন, আব্দুল মতিন, আব্দুস সহিদ সহ অনেকে জানিয়েছেন, বিধিবহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ২৫শে জানুয়ারি জেলাপ্রশাসক বরাবর গর্ভনিংবডি নির্বাচন জন্য প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের জন্য আবেদন করেন। জেলাপ্রশাসক এতে নিয়মিত কমিটি গঠন স্থগিত হয়ে পড়েছে। এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২৯ শে ফেব্রুয়ারী -২০২৪ ইং তারিখে। মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নির্বাচন সম্পূর্ণ করতে হয়। নিদিষ্ট সময় প্রিজাইডিং অফিসার জন্য আবেদন করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা, ভোটার তালিকা নোটিশ বোর্ডে ঝুঁলানো হয়নি। আব্দুল গাফফার জানান, খসড়া ভোটার তালিকা করেছি। জেলা প্রশাসক রির্টানিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা মো: মোনাজের রশিদকে দায়িত্ব দিয়েছেন। তিঁনি সময়ে কালক্ষেপণ অজুহাত দিয়ে নির্বাচন স্থগিত করে এডহক কমিটি গঠন করেছেন। শিক্ষা অফিসার মোনাজের রশিদ জানিয়েছেন, অধ্যক্ষ ভুলের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। সভাপতি দায়িত্ব রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। তাঁর সাথে সমন্বয় করে নির্বাচন করতে পারতেন। নিয়ম হলো কমিটির মেয়াদ একমাস হাতে রেখে নির্বাচন করতে হয়। চলতি কমিটির মেয়াদ শেষ হবে ফ্রেব্রুয়ারী মাসের ২৯ তারিখে। আমাকে এখন চিঠি দিলে তফসিল ঘোষনার সময় পাবো কোথায়? তার বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়ম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।