রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে অর্তকিত হামলা প্রতিপক্ষের মামলার বাদীসহ ৫জন আহত হয়েছে। । আহতরা হলেন, রশিদা বেগম (৫০) , শানু আক্তার(৩০),নাছিমা আক্তার(২১), তানিয়া আক্তার( (১৮), আলমগীর হোসেন(২৮)সহ একই পরিবারের ৫জন ।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর তিনকড়ি গাছী বাড়িতে। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে বাদীর বসত থেকে নগদ ৩৫ হাজার টাকা, ২ভরি স্বর্নালংকার প্রয়োজনীয় মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা আইয়েনগর গ্রামের তিনকড়ি গাছী বাড়ির রশিদা বেগমের পরিবারের সাথে একই বাড়ির খোরশেদ গংদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারবাহিকতায় বাদী রশিদা এক সাপ্তাহ পূর্বে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে থানার এসআই মহসিন শনিবার বিকেলে সরজমিনে তদন্ত করতে ওই বাড়িতে যায়। তদন্ত শেষে পুলিশ চলে যাবার পরপরই একই বাড়ির বিবাদী খোরশেদের নেতৃত্বে মোঃ ইউসুফ,মোঃ জহির, মোঃ সাত্তার,আমির হোসেন, মমিন হোসেন, বিল্লাল হোসেনসহ ১২/১৫ জন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হটাৎ অর্তকিতভাবে রশিদার বসতঘর ঘেরাও করে রশিদা বেগম,শানু আক্তার,নাছিমা আক্তার,তানিয়া আক্তার, আলমগীর হোসেনসহ একই পরিবারের ৫জনের উপর অর্তকিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নগম টাকা ও স্বর্নালংকার লুটপাট করে পালিয়ে যায়।
এ বিষয়ে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, উপজেলার দরবেশপুরে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।