রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রুপা বনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার (২ জানুয়ারী) সকালে পৌরসভা সোনাপুর কলা বাজারে মানিক মাষ্টারের বাড়িতে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই পংকজ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, রামগঞ্জ পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রুপা বনিক বার্ষিক পরীক্ষায় ৪ বিষয়ে ফেল করে। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারের লোকজন রোববার রাতে তাকে বকাঝকা করে। এরই সূত্র ধরে আজ সোমবার সকাল ৬টায় ঘুম থেকে কাউকে কিছু না জানিয়ে রুপা রান্নাঘরে গিয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে।
ছাত্রীর মা দিপা বনিক জানান, সন্ধা থেকে আমার একমাত্র মেয়ে রুপা কারো সাথে কোন কথা বলেনি। এক পর্যায়ে রাতের খাবারও না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতামিয়া জানান, খবর পেয়ে এসআই পংকজ কুমার সাহাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রামগঞ্জে ৯ম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার
Array
