রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রাম থেকে নিখুজ হওয়ার ৮দিনেও মানসিক প্রতিবন্ধি মনোয়ারা বেগমের সন্ধান মেলেনি। এতে পরিবারের সদস্যরা সংকিত হয়ে পড়ছে।
সুত্রে জানায়, আথাকরা তাহের মুন্সী বাড়ির পিত্রালয় থেকে মানসিক প্রতিবন্ধি মনোয়ারা বেগম ২৯ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাহির হয়ে আর ফিরেনি। বৃদ্ধ মা মোবাশ্বেরা বেগম ইউপি কার্যালয়েসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগীতা চেয়েও প্রতিকার পায়নি। প্রতিবন্ধির বোন আমেনা বেগম বলেন, নিখুজ হওয়ার পর মাইকে প্রচার, হারানো বিজ্ঞপ্তির লিফলেট বিতরন করেছি। কিন্তু কোন সন্ধান পাচ্ছিনা। তিনি বলেন কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান দিলে উপযুক্ত সম্মান করা হবে। মেয়ের শোকে আমার বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ছে। আমাদের পরিবারে সাথে যোগাযোগের নাম্বারগুলো হচ্ছে, ০১৭২৪৬১৫২০৯, ০১৭৭২৬১০৪০৬, ০১৭৫৭৩৪৪৭১৮।