রামগঞ্জে ৬ হাজার মুরগী মেরে পোল্ট্রি খামারের খাদ্য লুটপাট

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের অন্ধকারে দেলোয়ার হোসেন নামের এক পোল্ট্রি খামারীর ৬হাজার সোনালী জাতের মুরগী মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা খামারে থাকা বিপুল পরিমান খাদ্যের পাত্র ও ৫০ বস্তা খাদ্য লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৭সেপ্টেম্বর (রবিবার) গভীর রাতে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের মাইজ উদ্দিন মুন্সী বাড়ির সামনে দেলোয়ার পোল্ট্রি খামারে। খামারী দেলোয়ার একই গ্রামের বদর উদ্দিন পাটোয়ারী বাড়ির ওবায়েদুল্লা পাটোয়ারীর ছেলে। সৃষ্ট ঘটনায় সোমবার সকালে স্থানীয় গ্রামের লোকজন রাস্তার পাশে ৬হাজার মৃত মুরগী দেখে খামারী দেলোয়ারের কান্নায় এক হৃদয় বিধারক ঘটনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় খামারী দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারী দেলোয়ার হোসেন দীর্ঘ ৭বছর পূর্বে ১লক্ষ টাকা পুজি নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। এরপর থেকে তিল তিল করে একটি বড় খামার গড়ে তোলেন। কিন্তু হটাৎ রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা মোরগগুলি মেরে মাইজ উদ্দিন মুন্সী বাড়ির রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় এবং খামারে থাকা পোল্ট্রি খাদ্য ও খাদ্যের পাত্রসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে চলে যায়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা মোরগগুলিশ বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় মারা যাওয়ায় রাস্তার পাশেই ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে খামারী দেলোয়ার হোসেন কান্না জড়িত কন্ঠে জানান,আমার জানা মতে আমি কখনো কারো কোন ক্ষতি করিনি। কেনো আমার সাথে এমন হলো। আমার মোরগগুলো মেরে আমাকে নিঃস্ব করে দিলো দুর্বৃত্তরা। এই খামারই আমার জীবিকার একমাত্র অবলম্বন ছিলো। এজন্য এদের সনাক্ত করতে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.