লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামেরউদ্যোগে মঙ্গলবার দুপুরে ইউএনও মোহাম্মদ আবু ইউসুফের মাধ্যমে সরকারের আইনমন্ত্রী নিকট ৫৭ ধারা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রামগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আবু ছায়েদ মোহন (দৈনিক যুগান্তর),আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু (দৈনিকযায়যায়দিন),যুগ্ন আহবায়ক আবু তাহের (দৈনিক মানবজমিন),সদস্যসচিব জাকির হোসেন মোস্তান (দৈনিক ইত্তেফাক),সদস্য রহমত উল্যাহপাটোয়ারী (দৈনিক সকালেরখবর),মোঃ কাউছার হোসেন( বাংলাদেশসময়),মোঃ নজরুল ইসলাম (আমাদের অর্থনীতি),শাহে ইমরান (আমাদেরসময়),এমরান হোসেন রাজন (ডাকপ্রতিদিন),মোশাররফ হোসেন (ভোরেরপাতা),আবদুর রহমান (রামগঞ্জ বার্তা) প্রমুখ