পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪ টি ভাবতীয় অবৈধ মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার অভিরামপুর ও পশ্চিম ভাদুর এলাকা থেকে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার অভিরামপুর (নতুন বাড়ির) আনোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসানকে টিটু ও পশ্চিম ভাদুর এলাকার আবুল হাশেমের ছেলে মো. কাউসার।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়েছে। তারা ভারতীয় মোটরসাইকেল শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে এনে অবৈধভাবে ক্রয় বিক্রয় করে আসছিল। এঘটনার সাথে জড়িত অন্যদের আটকের জন্য চেস্টা চলছে।