রামগঞ্জে ৩ মাদক কারবারী গ্রেপ্তার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জে ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। এই সময়ে তাদের কাছে থাকা ১২ পিছ ইয়াবা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গত (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার দিবাগত রাতে উপজেলার লামচর ইউপির কাশিমনগর গ্রামের পাটওয়ারী বাড়ির পুলের পশ্চিম পাশ থেকে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবদুল আলিম ও এএসআই জামাল হোসেন তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলেন, লামচর গ্রামের বাজারের উপর বাড়ির দুলাল মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (২৪),ঠাকুর বাড়ির তৈয়ব আলির ছেলে শামিম আশরাফ তুহিন প্রকাশ সবুজ (২৩),মসজিদ বাড়ির শহিদুল্লার ছেলে শাহাদাত হোসেন মিরাজ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কালে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে, শনিবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.