আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সব ইউনিয়নে ‘দেশরতœ শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার বিতরণ’ শুরু হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপির উদ্যোগে সপ্তাহব্যাপী এই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩০ হাজার দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, সেমাই, তেল ও চিনির একটি প্যাকেট।
শনিবার সকাল ১১টার দিকে দরবেশপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আনোয়ার হোসেন খান এমপি। এর আগে পশ্চিম শোশালিয়া, পানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, লামচর, কাঞ্চনপুর ও নোয়াগাঁও ইউনিয়নে বিতরণ অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রাশাসক আনোয়ার হোসাইন আখন্দ,রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নাছির উদ্দিন খাঁন, ফয়েজ উল্যা জিসান, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপু মাল, কাউন্সিলর ফয়সাল মাল ও মেহেদী হাসান শুভ।
আনোয়ার হোসেন খান এমপি বলেন, সম্মান হৃদয়ের গভীরে থাকে। যারা মানুষকে সম্মান দিতে জানেন, তারা সম্মান পান। রোজা ও ঈদ সামনে রেখে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার এ উদ্যোগ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষকে ভালো রাখতে সব সময় কাজ করে যাচ্ছে। রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার নির্দেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে বিগত দিনের মতো এবারো ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়াতে পেরেছি।