আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিশকাত আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মিশকাতকে রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে মিশকাত চট্টগ্রামে আত্মগোপন করে আছেন। এরপর রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মিশকাত পালানোর চেষ্টা করলেও পুলিশ কৌশলে তাকে আটক করতে সক্ষম হয়।”
আওয়ামী লীগ নেতা মিশকাত রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়ার্ডের সোনাপুর বাড়ির নজির আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
রামগঞ্জ থানার ওসি আরো জানান, মিশকাত আহমেদকে থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, “ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মিশকাত আহমেদ এজাহারভুক্ত আসামি। মামলাগুলো জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। আন্দোলন চলাকালে সংঘর্ষের সময় কয়েকজন নিহত হন, যার পরিপ্রেক্ষিতে মামলা দুটি দায়ের করা হয়।”