লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজি অটোরিক্্রা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহেব আলী নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার ((১জুলাই) সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাউলিডাঙ্গা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা করেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, নিহত শাহেব আলী রামগঞ্জ উপজেলার আলতাফ আলীর ছেলে। শনিবার সকালে রামগঞ্জ থেকে দ্রুত গতিতে ছেড়ে যাওয়া মাইক্রোবাস ও হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা অটোরিকসাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে শাহেব আলী মারা যায়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের এর কর্তরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা:খোন্দকার মোস্তাক আহাম্মেদ জানান, আহতদের মধ্যে আবু তাহেরের অবস্থায় আশংকাজনক। তাকে রেফার করা হয়েছে। রুগীর স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩
Array
