রামগঞ্জে সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সৎ ভাই মনির আটিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি হামলা চালিয়ে মাসুদ আটিয়ার তানিয়া স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের সোনাপুর কলা বাজারে।

সৃষ্টি ঘটনায় সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর সভার সোনাপুর ওয়ার্ডের সেলিম আটিয়া বাড়ির মৃত কলিম উল্লাহ ছেলে মনির আটিয়ার সাথে তার ওপর সৎ ভাই মাসুদ আটিয়া, মাকসুদ আটিয়া ও সাদ্দাম আটিয়ার সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকায় মনির আটিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী মানিক, শান্ত, হেনজু মিয়া, সজিমসহ ১৫-২০ জনের একটি সশস্ত্র গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানের টিভি, ফ্রিজ ও প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মাকসুদ আটিয়া জানান, আমরা দীর্ঘদিন থেকে উক্ত সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। হঠাৎ মনির আটিয়া নিজের সম্পত্তি দাবি করে মঙ্গলবার গভীর রাতে জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

এছাড়াও লক্ষ্মীপুরে আদালতে এই বিষয়ে আমাদের একটি মামলা চলমান রয়েছে। অভিযুক্ত মনির আটিয়া জানান, এই সম্পত্তি তাদের কাছথেকে ক্রয় করার পরেও তারা দখল ছাড়ছে না। তবে হামলার বিষয়ে আমি কিছু জানিনা। এই ঘটনায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সৃষ্ট ঘটনায় মামলার প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.