রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

শেয়ার

রামগঞ্জ : লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আলী মুর্তুজা বাবু ও ছায়েম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে শেখ মো. কামাল হোসেনকে সভাপতি, পারভেজ আলমকে সহ সভাপতি, হাসান পাটওয়ারীকে সাধারণ সম্পাদক ও জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা বলেন, ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে হোটাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতাদেরকে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.