রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ সহশ্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী শেষে ৪টায় খান টাওয়ারে কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রাশেদ আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া আক্তার শিউলী প্রমূখ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.