আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শারমিন ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল এর নেতৃত্বে প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, স্থানীয় স্কুল, কলেজ প্রধানরা ও পুলিশের সদস্যরা অংশ নেন।
প্যারেডের পর রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,শহীদদের রুহের আত্বার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়াও মোনাজাত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ইউএনও এবং অতিথিরা স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।