রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রতিনিধিকে জরিমানা

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরনবিধি না মেনে গনসংযোগ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে হাবিবুর রহমান পবন নামে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রামগঞ্জ পৌরসভার ২ নং বাশঘর ওয়ার্ডে যানজট সৃষ্টি করে গনসংযোগ করায় এই জরিমানা করেন রামগঞ্জ উপজেলা সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

জানা যায়, মঙ্গলবার ঈগল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান পবন তার নির্বাচনি গনসংযোগ শুরু করেন। গনসংযোগকালে রামগঞ্জ পৌর বাশঘর ওয়ার্ডে জনগনের পারাপারের সড়ক বন্ধ হয়ে যায়। এতে মুহুর্তেই যানজট সৃষ্টি হয় ওই স্থানে। পরে ভ্রাম্যমাণ আদালত মনির হোসেন নামে স্বতন্ত্র প্র্রার্থীর কর্মীর ৫হাজার টাকা জরিমানা করা হয়।

রামগঞ্জ উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন গনসংযোগকালে যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থীর প্রতিনিধিকে অর্থ জরিমানা করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি লক্ষ করে গনসংযোগ করতে বলা হয়েছে। কোন প্রার্থী যদি আচরণবিধি না মানেন তাহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বিরুদ্ধে ব্যাব¯’া নেওয়া হবে। প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন কিনা সে ব্যাপারে পর্যেবক্ষণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.