রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সায়মা সুলতানা মীম নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্নহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই কাশিমনগর গ্রামের খোকন গাজীর মেয়ে ও মাঝিরগাঁও কেএম ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। খবর পেয়ে রাতেই রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার ফাড়ি থানার ইনচার্জ মোহাম্মদ মোসলে উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মীম স্কুল থেকে বিকেলে বাড়িতে আসে। এরপর মায়ের সাথে রামগঞ্জ শহরে যাওয়ার কথা বল্লে তাকে রামগঞ্জে নিবেনা বলে বাবা খোকন গাজী মীমকে মারধর করে। একপর্যায়ে মা আয়েশা আক্তার তাকে ঘরে একা রেখে রামগঞ্জে চলে গেলে মীম নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মীমের খালাতো বোন সানজিদা সুলতানা জানান, ছোট বেলা থেকে সে মানষিক রোগী ছিলো। কারো সাথে বেশী কথাবার্তা বলতো না। মানষিক সমস্যা থেকে আত্মহত্যা করে।
মোহাম্মদীয়া ফাঁড়ি থানার ইনচার্জ মোহাম্মদ মোসলে উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মীম অত্যান্ত রাগী ছিলো। বাবা মায়ের সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রামগঞ্জে স্কুল ছাত্রীর আত্নহত্যা
Array
