রামগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীতাহানির অভিযোগে শিক্ষক বহিস্কার, তদন্ত কমিটি গঠন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীতাহানির দায়ে অফিস সহকারী মোঃ আজিম হোসেনকে বিদ্যালয়ে থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৭আগষ্ট সকালে বিদ্যালয় প্রাঙ্গনে। শ্লীতাহানির খবর বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন দ্রুত ঘটনাস্থলে গিয়ে সঠিক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুল হকের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোনাজের রশিদকে প্রধান করে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ৭কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক ও অফিসসহকারী পাশ্ববর্তী চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের করটখিল গ্রামের মেলাকার বাড়ির মৃত আঃ মন্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যায়ের অফিস সহকারী মোঃ আজিম হোসেন ২০১১ইং সালে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন।

পরে ২০১৮ইং সালে আজিম অফিস সহকারী হিসেবে স্থায়ীভাবে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার আজিম বিদ্যালয়ের বাহিরে স্থানীয় শ্যামপুর বাজারে স্কুল সংলগ্ন একটি ২য় তলা একটি ভবনে বেশ কয়েকজন ছাত্রীকে প্রাইভেট পড়াতো। কিন্তু (১২ আগস্ট) সকাল ৯টায় অন্য কোন ছাত্রী পড়তে না আসায় ওই ছাত্রীকে একা পেয়ে শিক্ষক আজিম তাকে জোর পূর্বক শ্লীতাহানির চেষ্টা করে। এক ওই ছাত্রী কাউকে কিছু না বলে ১৭আগষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা আজিম শিক্ষকের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। পরে স্কুলে আসার পর বিস্তারিত জেনেছি। ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজিবুর হক মজিব জানান, ওই ছাত্রীকে শ্লীতা হানির ৪দিন পর আমরা ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। পরে ১৭ আগষ্ট এ্যাসিলেন্ট,মাধ্যমিক­ শিক্ষা কর্মকতা,প্রধান শিক্ষক সহ সকলে ঐক্যমতের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মোঃ আজিমকে সাময়িকভাবে বরখাস্থ ও ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.