লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের ঈদপুর্নমিলনী অনুষ্ঠিত হয়। শনিবার (১লা জুলাই) দুপুরে দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রবীন সংবাদিক আবু ছায়েদ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালীজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া ( বিজেম) এর ডাইরেক্টর মীর্জা তারেকুল কাদের। এসময় সাংবাদিকতার মান উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন),আবু তাহের (মানবজমিন),জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক),রহমত উল্যাহ পাটোয়ারী (সকালের খবর),মোশাররফ হোসেন ( ভোরের পাতা),কাউছার হোসেন (বাংলাদেশ সময়),কবির হোসেন (প্রতিদিনের সংবাদ),রাজন পাটোয়ারী (ডাক প্রতিদিন) প্রমুখ।
রামগঞ্জে সাংবাদিকদের ঈদপুর্নমিলনী
Array
