রামগঞ্জে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি – থানায় অভিযোগ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ভাটরা ইউনিয়নে “সরকারি খাল দখল করে বাড়িঘর তৈরি করায় এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে” শীর্ষক প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা কালে “দৈনিক ভোরের সময়” পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাছানুর জামান শারিরীক ভাবে আক্রমনের শিকার ও লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে তাছড়াও প্রান নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে রামগঞ্জ থানায় দুই জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এই সাংবাদিক।

অভিযুক্তরা হলেন দক্ষিন ভাটরা চৌকিদার বাড়ির মোঃ মিন্টু হোসেন ও তার ভাই বিল্লাল হোসেন।

এজাহার সুত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ কালে ভাটরা ইউনিয়নের মোঃ মিন্টু হোসেন ও তার ভাই বিল্লাল হোসেন সাংবাদিক হাসানের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিমারে, মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার আইডি কার্ড খালে ফেলে দেয়। আশে পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা প্রকাশ্য দিবালোকে হাসানকে প্রানে হত্যা করার হুমকি দেয়। এই বিষয়ে প্রশাসনের দ্রুত প্রদক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হাসান।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলেইমান জানান, এই বিষয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে,তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.