রামগঞ্জে সরকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শেয়ার

রামগঞ্জ :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ২দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ ও সাধারন সম্পাদক আফরোজা আক্তারের উদ্যোগে মানববন্ধনে শতশত শিক্ষকরা অংশ গ্রহন করেন। ২ঘন্টার মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ জানান, প্রধান শিক্ষকদের ১০ গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান সহ করেসপন্ডিং স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি জানান। এছাড়াও মানবন্ধনে আরো বক্তব্য রাখেন শিক্ষক মোঃ হাবিব উল্যা, নূর হোসেন, দিলোয়ারা বেগম, রহিমা আক্তার প্রমূখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.