আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের চিতোষী সড়কের সুধারাম ব্রীজ থেকে ভাদুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত সরকারী খালে তিনটি বাঁধ বিপাকে পড়েছে বেশ কয়েকটি গ্রামের কৃষকরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত তিন থেকে চার বছর আগে ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার সহযোগিতায় বাঁধ তিনটি দেয় তারই সহযোগি মাটি ব্যবসায়ী ভাগিনা সোহেল৷এ বছর ওই বাঁধ গুলি দিয়ে মাটি আনা নেওয়ার পরিকল্পনা করছে তাঁরা৷ কিন্তু বর্তমান চেয়ারম্যান জাবেদ হোসেন তার সময়কালে এ পর্যন্ত ভাদুর ইউনিয়নের ফসলি জমির মাটি কাটতে না দেওয়ায় কৃষি মাঠ রক্ষা পেলেও এ বাঁধের কারনে পানি চলাচল বন্ধ থাকায় কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারেনা৷ তাই এ বাধ গুলি অপসারনের ব্যাপারে স্থানীয় কৃষকরা প্রশাসন ও চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালটির সুধারাম ব্রীজের দক্ষিনে ইটভাটার সাথে একটি বাঁধ, ভাদুর উচ্চ বিদ্যালয় উত্তর পাশে একটি ও মধ্য খানে আরেকটি মোট তিনটি বাঁধ৷ এ ছাড়াও দেখা যায়, পাশ্ববর্তি কেথুড়ী, উত্তর গ্রাম ও মধ্যভাদুর কৃষিমাঠের ফসলি জমির টপসয়েল ও পুকুর খনন করে মাটি নিয়ে যাওয়ায় এই কৃষি মাঠের অধিকাংশ জমি অনাবাদি হয়ে আছে৷ কৃষকরা জলাবদ্ধতার কারনে এ মাঠে চাষাবাদ করতে পারছে না৷ পাশাপাশি দেখা যায়, খালে বাঁধ দিয়ে কৃষি মাঠ থেকে অবৈধ ট্রলি দিয়ে মাটি আনা নেওয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুধারাম থেকে ভাদুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক জরাজীর্ণ হযে পড়ে৷ ফলে এ সড়কে ছোট বড় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ এতে পাশ্ববর্তী তিনটি গ্রামে হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে দিন কাটাচ্ছেন৷এ সময় স্থানীয় কৃষকরা সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া ও ভাগিনা সোহেলকে বাঁধ দেওয়ার জন্য দায়ী করে জানান, খালে বাঁধ থাকা পানি চলাচল বন্ধ হয়ে পড়ে৷ তাই তারা আগের মত এ কৃষি মাঠে চাষাবাদ করতে পারে না৷ তারা আরো জানান, কৃষক বাঁচাতে ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হলে এ বাঁধ কেটে পানি চলাচল ঠিক রাখতে হবে ৷
তাদের প্রশাসনের নিকট আবেদন শীঘ্রই প্রশাসন এ বিষয় প্রয়োজনীয় ব্যবসা গ্রহন করবেন৷ এ সময় স্থানীয়রা বর্তমান চেয়ারম্যান জাবেদ হোসেনের ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করা, জমির টপসয়েল কাটা ও ট্রলি চলাচল বন্ধে ভুমিকার রাখায় প্রশংসা করেন৷ তারা বলেন, চেয়ারম্যান জাবেদ হোসেন তার নির্বাচনে ইশতেহারে কৃষি জমি রক্ষায় ও ট্রলি চলাচল বন্ধ করবেন৷ এমন ঘোষনা দিয়েছে এবং বিগত দুই বছর যাবত তা রক্ষায় ভুমিকা নিয়েছেন৷ এতে তারা চেয়ারম্যানের উপর খুশী।ৃ