রামগঞ্জে সরকারি ত্রাণের সুষ্ঠ বিতরণের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

বর্নাত্যদের জন্য বরাদ্ধকৃত ত্রানের চাল সুষ্টভাবে বিতরনে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামাী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১শে আগষ্ট শনিবার রাত ৯টার সময় রামগঞ্জ পৌর সভার সামনে বরাদ্দকৃত ত্রাণ নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে ন্যাস্ত করার প্রতিবাদে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এসময় বক্তারা বলেন, প্রকৃত অসহায়দের তালিকা করে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন, বৈষম্যের প্রতিবাদে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলার জমিনে আর কোন বৈষম্য মেনে নেওয়া হবে না।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের অন্যতম সদস্য জনাব মোঃ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সেক্রেটারি জনাব মোঃ আবদুর রহিম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাকসুদুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ক্বারী আবদুর রব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাও. কামাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার সভাপতি জনাব মোঃ রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জনাব রাসেল আহমদ, সেক্রেটারি জনাব মোঃ আলমগীর হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.