আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানির শিকার হয়েছে
দুইটি পরিবার। এ ঘটনায় কয়রকবার গ্রাম্য শালিশ বসালেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেছেন আবদুর রহিম।
(১৫ নভেম্বর) বুধবার সকালে সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চন্ডিপুর মোল্লা বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে, আবদুর রহিম ও একই বাড়ির খোয়াজ মোল্লার ছেলে শাহ আলম খোকনের মধ্যে। বেশ কয়েকবার এলাকার প্রতিনিধি ও দায়িত্বশীলরা সমাধানের জন্য বসলেও কোনো সমাধান করতে সক্ষম হয়নি তারা। আবদুর রহিম সাংবাদিকদের বলেন ১৯৮৫ সালে আবদুল হামিদ মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা, নুরু মোল্লা ও মুন্সি মোল্লার কাছ থেকে ১৬ শতাংশ জমি খরিদ করেন যার আরএস ১৩ শতাংশ রেকর্ডিং হয়। আজ থেকে ১৫বছর পূর্বে শাহ আলম খোকন দালান করার সময় দালানের একটি অংশ আমাদের মালিকানা সম্পত্তির উপর চলে আসে এবং আমাদের মালিকানা সম্পত্তির উপর জোরপূর্বক সীমানার দেওয়াল নির্মান করেন। লোকবল বেশি হওয়ার কারনে তারা আমাদের কোনো কথাই শোনেননি। বার বার এলাকার সালিশ বৈঠকের রায় তারা প্রত্যাখ্যান করেছেন। তাই জায়গা জমি সংক্রান্ত দীর্ঘ দিনের জামেলা নিরশনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় শালিশদার লুৎফর রহমান ও হারুনুর রশিদ জানান, তারা উভয় পক্ষ আমাদের পাঁচ জনকে শালিশ মেনে সমাধানের চেষ্টা করে। আমরা রায় দেওয়ার পরে আবদুর রহিমের কিছু ক্ষতি হলেও সে আমাদের রায়কে মেনে নেয়। শাহ আলম খোকনের দেওয়াল ভাঙ্গার সিদ্ধান্ত হয় শালিশে। কিন্তু তিনি প্রথমে মানলেও পরে মানেননি।
অভিযুক্ত শাহ আলম খোকন জানান, আমরা প্রায় ২০/২৫ বছর ধরে এই সম্পত্তি ভোগদখল করে আসছি। কিন্তু আবদুর রহিম আমাদের বাউন্ডারির পূর্ব পাশে ২/৩ ফুট জায়গা পাবে, আমরাও পশ্চিম পাশে ২/৩ ফুট জায়গা তাদের কাছে পাবো। আমরা সমোজতার মাধ্যমে একেক জন একেক পাশে নিতে চাই, কিন্তু আবদুর রহিম তা মানে না। আমরা এখন কি করবো।