আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে রামগঞ্জ-পানিয়ালা সড়কের পশ্চিম ভাদুর সামার দোকানের সামনে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থানায় পৃথক পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে ভূক্তভূগীরা। সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায, দীর্ঘদিন থেকে নেকবর ও বিল্লাল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার বিল্লাল ওই বির্তকিত জায়গায় দোকান ঘর নির্মান করতে গেলে নেকবর গয়রা এসে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া (৬০) ,বিল্লাল হোসেন (৪৫) মোঃ ইউছুফ (৩৮) মানিক হোসেন (৪৫) মোঃ সুমন (৩০), আরিফ হোসেন (৪০), সোহেল হোসেন (৪০) লেইনজা মাসুদ সহঅন্তত ১০ জন আহত হয়েছেন।
নেকবর হোসেন বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে বিল্লাল হোসেন জোর পূর্বক বিল্লাল খামার করার জন্য গেলে আমরা বাধা প্রদান করলে সে লোকজন নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।