আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির রাজনীতিতে হঠাৎ অতিথি পাখির ন্যায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের পতিহত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ বলেন, রামগঞ্জে জাতীয় পার্টি এক এবং অভিন্ন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদের নেতৃত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।
এসময় সিনিয়র নেতৃবৃন্দ রামগঞ্জের সাবেক এমপি ও জাসদ নেতা এম এ গোফরানকে উদ্দেশ্য করে বলেন, আপনি রামগঞ্জে জাতীয় পার্টির রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভক্ত করার চেষ্টা করবেননা। জাতীয় পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে উপজেলা এবং পৌর জাতীয় পার্টি তা প্রতিহত করতে বদ্ধ পরিকর।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আপনি যদি জাতীয় পার্টিকে ভালোবাসেন এবং পার্টির ভালো চান, তাহলে আপনি গনতান্ত্রিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিন।
আমরা আপনাকে সাধরে গ্রহন করবো। কিন্তু আপনি জাতীয় পার্টিতে যোগ না দিয়ে, কোন পদ পদবিতে না থেকে কিভাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম এরশাদ ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদদের ছবি ব্যবহার করে ব্যানার পেষ্টুন করেন, কিভাবে নিজেকে জাতীয় পার্টির নেতা দাবী করেন।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আমরা জানি, তিনি সাবেক এমপি এমএ গোফরান সাহেব জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি জাতীয় পার্টির কোন পদে পূর্বেও ছিলেননা বর্তমানেও নাই।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ, রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী আহমদ উল্লাহ, সদস্য সচিব তোফায়েল আলম মনু, পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহাদাত হোসেন বাবুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।