আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচারের দাবিতে অবস্থা কর্মসূচী পালন করা হয়েছে।
১৫আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী পুরো রামগঞ্জ উপজেলা এই কর্মসূচী পালন করা তারা। তাছাড়া বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শতশত মোটরসাইকেল যোগে রামগঞ্জ টাওয়ারের সামনে এসে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন।
অবস্থান কর্মসূচীতে রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারো দলীর জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মনোয়ার হোসেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম, লিয়াকত উল্যাহ,
রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম পিন্টু।
এই সময় আরো বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য কাউছার মাল, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।