রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শাহজকি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিল্পপতি আনোয়ার খাঁনের ব্যাক্তিগত তহবিল থেকে শনিবার সকালে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
করপাড়া ইউনিন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল ও মর্ডান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং শাহজালাল ইসলমী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: তোতা মিয়া প্রমূখ।
রামগঞ্জে শীতার্থদের মাঝে বস্ত্র বিতরন করলেন জেলা প্রশাসক
Array
