রামগঞ্জে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি:

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার(৬ই ফেব্রুয়ারি) সকার ৯টায় লক্ষ্মীপুরে রামগঞ্জ সরকারি কলেজ থেকে রামগঞ্জ পৌরসভা চত্বর পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে। মিছিল উত্তর বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর জেলা শাখা শিবির সেক্রেটারি আরমান হোসেন, সাবেক সভাপতি নাজমুল হাসান পাটোয়ারী, অ্যাডভোকেট হাসান বান্না, জহিরুল ইসলাম আদনান, পৌর সভাপতি রাকিব হোসেন। ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা সেক্রেটারি আরমান হোসেন বলেন-আমরা ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকে ছাত্রদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে শিবির সাইন্স ফেস্ট করছে, শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে, মেধাবীদের সংবর্ধনা প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করছে।সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রশিবিরের পতাকা তলে আসলে শিক্ষার্থীরা মেধা ও সততার সাথে নিজেকে সাফল্যের শীর্ষে নিতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সাবেক সভাপতি নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ছাত্রশিবির বাংলাদেশের বৃহত্তম সুশৃঙ্খল একক ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ভারতের আধিপত্যবাদকে রুখে দিতে ছাত্রসমাজের কাছে আহ্বান জানান তিনি। পৌর সভাপতি রাকিব হোসেন বলেন, ছাত্রশিবিরের উপর জুলুম নির্যাতন করে নিঃশেষ করা যাবে না।ইসলামী ছাত্রশিবির শুধু ছাত্রসংগঠন নয় একটি আদর্শিক ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালিতে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.