আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহানারা বেগম এর শিক্ষকতায় ৪০বছরের জীবন শেষে ফুলের শুভেচ্ছা,মোটর সাইকেল বহর ও ফুল সজ্জিত গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার(৭জুলাই)পৌর টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাত্তন শিক্ষার্থী,ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শাহানারা বেগম দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার জীবনে ৩৭ ত্রিশ বছর পার করছেন নিজ গ্রামের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,এই মানুষ গড়ার কারিগরের হাতে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে,অনেক রয়েছেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিত নিয়জিত। তাই প্রিয় ম্যাডাম কে রাজকিয় বিদায়ের মাধ্যমে রামগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইবনে সাইব বিন সৈকত সভাপতিত্বের বক্তব্যে বলেন,ম্যাডাম দীর্ঘ দিন আমাদের বিদ্যালয়ে শুনামের সাথে শিক্ষার্থীদের পাঠ দান করিয়েন,আমি বিদায় বেলায় উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সাইফ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন,পৌর টামটা ওয়ার্ড কাউন্সিলর শহিদ পাটোয়ারী,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, ম্যানেজিং কমিটির সহ ভাপতি মিজানুর রহমান,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আকবর হোসেন সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার আহম্মেদ,পি.টি.এ সভাপতি আরিফ হোসেন,সদস্য মমিন উল্যাহ (পাঃ) অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষকা ও শিক্ষার্থী সহ প্রমুখ।
পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,ম্যানেজিং কমিটি ও শিক্ষক শিক্ষিকা সহ শাহানারা বেগম কে বোরকা,হিজাব সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে গাড়িতে করে বাড়িতে পর্যন্ত পৌঁছে দেন।