আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাস্থ লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
লামচর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনির আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, রামগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা এ্যাড. মহসিন কবির মুরাদ, রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাকির উদ্দিন, উপদেষ্টা এমরান হোসেন, মাষ্টার আবুল হোসেন, অধ্যাপক জাকির হোসাইন, মাষ্টার ফয়সাল আহম্মেদ, রামগঞ্জ সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসাইন, মোঃ গোলাম ফারুক সহ অনেকেই।
সম্মেলনে অতিথিবৃন্দ প্রাথমিক শিক্ষকদের মানুষ গড়ার কারিগর উল্লেখ করে একটি সমৃদ্ধ মেধাবী বাংলাদেশ গঠনে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।