আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রামগঞ্জ উপজেলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, একটি সুরম্য অট্টালিকা যেমন টিকে থাকে তার ভিত্তির উপর, জাতির মেরুদন্ড অটুট রাখতে হলে তার ভিত প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে।
এসময় প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার্থীদের একজন সুদক্ষ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গড়ে তোলার জন্য মতবিনিময়ে অংশগ্রহণকারী রামগঞ্জ উপজেলার ১৬১জন প্রধান শিক্ষকদের প্রতি আন্তরিক হওয়ার আহবান জানান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, রামগঞ্জ পাইলট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার সহ অনেকে। মতবিনিময় শেষে প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার সমাগ্রী বিতরণ করেণ।