আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে শালিশী বৈঠকে আরমান ও দিপুর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের অর্তকিত হামলা চালিয়ে এলাপাতাড়ি পিটিয়ে নগদ ৫ লক্ষ টাকা ও ২ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
সৃষ্ট ঘটনায় আরিফ হোসেন,জসিম,সুমি,আমেনা ও মা তফুরা বেগমসহ সহ ৫জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আরমান ও দিপু সোন্দড়া গ্রামের মন্দার বাড়ির দেলোয়ারের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা ৪নং ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের মন্দার বাড়িতে ও আবু ড্রাইভারের দোকানের সামনে। খবর পেয়ে তাৎক্ষনিক রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের মন্দার বাড়ির দেলোয়ার ও আরিফ গংদের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ওই বিরোধ মিমাংশার লক্ষে এলাকার স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সোন্দড়া আবু ড্রাইভারের দোকানের সামনে মঙ্গলবার শালিশী বৈঠক বসলে দেলোয়ারের দুই ছেলে আরমান,দিপু শালিশদার এবং আরিফগংদের উপর ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে চলে যায়।
অভিযুক্ত দেলোয়ারের ছেলে আরমান হোসেন মুঠোফোনে জানান, এখানে কোন হামলার ঘটনা ঘটেনি। টুকটাক হাতাহাতি হয়েছে। আমিও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি। আমাদের পতিপক্ষ আরিফ শালিশী বৈঠকে জমির কোন দলিল দেখাতে না পারায় জোরপূর্বক কথা বার্তা বলায় মারামারির সূত্রপাত হয়েছে। আমি ঢাকায় থাকি ঈদেরদিন সকালে বাড়িতে এসেছি। লোকজন ভাড়া করার সময় কোথায় পাবো।
হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হোসেন জানান, আমাদের এতগুলো লোকের উপর হামলার পর এখন আমাকে গুম করার হুমকি দিচ্ছে। এজণ্য এখন আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।