রামগঞ্জে লম্বা লাইনে দাঁড়িয়ে গরুর মাংস কিনেছেন ৬৭০ টাকায়

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ বিপর্যস্ত। নিম্ন ও মধ্যবিত্তরা আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তবে লক্ষ্মীপুরের রামগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। লম্বা লাইনে দাঁড়িয়ে গরুর মাংস কিনেছেন ৬৭০ টাকায়।

রামগঞ্জ শহরের মাংসের দোকানে গরুর মাংস বিক্রি হয় ৮০০ টাকায়। শুক্রবার গরুর মাংস কিনতে রামগঞ্জ সরকারি কলেজ গেটে ৬৭০ টাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে এই মাংস বিক্রির কার্যক্রম হাতে নেয়। তারা জানান, বাজারে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

স্বাভাবিক প্রাত্যহিক পরিস্থিতিতে ক্রেতাদের ভিড় কম থাকলেও এদিন দীর্ঘ লাইন দেখা যায়। মাংস কিনতে ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। এ দিকে ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে ও রাস্তার ধারে বিভিন্ন স্থানে ‘গরুর মাংস প্রতি কেজি ৬৭০ টাকা, সীমিত সময়ের জন্য’ লেখা ব্যানার সাঁটানো হয়েছে।

উদ্যোক্তা বিপুল বলেন, দরিদ্র মানুষের কথা চিন্তা করে ৬৭০ টাকায় গরুর মাংস বিক্রির কর্মসূচি হাতে নিয়েছি। বাজার নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা মনে করি, অসাধু ব্যবসায়ীরা এ উদ্যোগে সতর্ক থাকবেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.