আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম সোশতাক আহম্মদের অপসারনের ও গ্রেপ্তারের দাবিতে মাদ্রাসার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বিগত দিনে শরীয়ত বিরোধী বক্তব্যের পাশাপাশি নানান অনিয়মের অভিযোগে (১৬অক্টোবর) বুধবার সকাল ১১টায় মাদ্রাসার প্রধান ফটকে ওই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
এসময় অধ্যক্ষের পক্ষাবলম্বনকারী অপর পক্ষের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহীনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষোভকারীদের পক্ষে প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন জানান, মাদ্রাসাটিতে নানান অনিয়ম চলছে। ২০১৩ইং সনে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ডিজে প্রোগরামের প্রতিবাদ করায় তৎকালীন আওয়ামীলীগ ও যুবলীগ আমাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। বেশ কিছুদিন পূর্বে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ জনসম্মুখে বেদাতী বক্তব্য প্রদান করার পরও তিনি জনসম্মুখে ক্ষমা চাননি। এমন নানান অনিয়মের কারনেই আমরা অধ্যক্ষের অপসারন ও গ্রেপ্তার দাবি করছি।
অপর প্রাক্তন শিক্ষার্থী টিপু সুলতান ভূঁইয়া ও জামায়াত নেতা মিজানুর রহমান জানান, অধ্যক্ষ বৈষম্যবিরোধী আন্দোলনে বিপক্ষে অবস্থান করেছিলেন। ৫আগষ্টের পর থেকে তিনি মাদ্রাসায় অনুপুস্থিত। আমার তার অপসারন দাবি করছি। এসময় মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ এ এইচ এম মোস্তাক আহম্মেদকে পাওয়ার যায়নি।
উপাধ্যক্ষ মোঃ আবুল কাশেম জানিয়েছেনে, বুধবার যথারীতি মাদ্রাসায় আসার পর মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীরা আমাকে একটা লিপলেট দিয়েছে। তারা বর্তমান অধ্যক্ষের অপসারন ছেয়েছে। পরে এ নিয়ে মাদ্রাসার বাহিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি বিষয়টি থানায় অবহিত করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসার প্রধান ফটকে পুলিশ ও সেনা বাহিনীর অবস্থান অনঢ় রয়েছে।