রামগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা ১৬ একর জমি উদ্ধার করলেন প্রশাসন

শেয়ার

আবু তাদের, রামগঞ্জ প্রতিনিধিঃ
নিজের জমি নেই এক বিঘেও, অথছ বছরের পর বছর স্থানীয় অসহায় মানুষদের জিম্মি করে প্রায় ১৬ একর ফসলি জমি দখল করে মাছের ঘের, কলা ও লেবু বাগান করে গড়ে তুলেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল।

এছাড়া তিনি উক্ত কৃষি জমি ছাড়াও বাঁধের বাহিরের বেশ কিছু জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। তিনি দীর্ঘদিন যাবত ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত প্রায় ৪ বছর যাবত জাহিদুল ইসলাম জুয়েল ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের ভোলাকোট কেন্দ্রীয় ঈদগাঁয়ের পুর্ব পাশের ১৬ একর কৃষি জমি দখলে রাখেন। সৃষ্ট ঘটনায় একাধিক ভূক্তভোগী বিভিন্ন সময়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে উক্ত কৃষি জমির চারপাশের বাঁধ ভেকু মেশিন দিয়ে উচ্ছেদ করা হয়।

এছাড়া অভিযোগে জানা যায়, ২০১৮ ইং সন থেকে জাহিদুল ইসলাম জুয়েল প্রভাব বিস্তার করে একটি মহলের ইন্ধনে ও সহযোগিতায় স্থানীয় গ্রামবাসীর মালিকানাধীন কৃষি জমি জবরদখল শুরু করেন। জোরপূর্বক জমির মালিকদের জিম্মি করে জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি অব্যাহত রাখেন। ধীরে ধীরে তিনি উক্ত মাঠের প্রায় ১৬ একর কৃষি জমি দখল করে চারপাশে বিশালাকৃতির বাঁধ নির্মান করে মাছের ঘের, কলা ও লেবুর বাগান সৃজন করেন। এছাড়া উক্ত কৃষি জমির মাটি উত্তোলন করে স্থানীয় ব্রীকফিল্ডে বিক্রি করে দেন। এসময় বাঁধা দিতে গিয়ে যুবলীগের সাবেক এই নেতার হাত মারধরের শিকার হয়েছেন কয়েকজন জমির মালিক। স্থানীয় এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, জাহিদুল ইসলাম জুয়েল আমাদের জমি জোরপূর্বক জবরদখল করে মাদকের সা¤্রাজ্য বানিয়েছেন। তার পালিত সন্ত্রাসী ও মাদকসেবীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি, উপরুন্ত উক্ত জমির মালিক আরিফ হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও জমির মালিকদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন জাহিদুল ইসলাম জুয়েল।

কথা হয় আবদুল কাদের, আবদুল আজিজ, নুরজাহান বেগম, রেহানা আক্তার ও আরিফ হোসেনের সাথে।
জাহিদুল ইসলাম জুয়েল নলচরা গ্রামের রুহুল আমিনের ৪৭ শতক জমি দখল করে ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় বর্তমানে জেলা কারাগারে আটক থাকায় এ ঘটনায় তার কোন বক্তব্য নেয়া যায়নি।

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, আমরা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার জাহিদুল ইসলাম জুয়েলকে নোটিশ দিয়েছি। কিন্তু তিনি আসেননি। একবার আসলেও তিনি দখলকৃত জমির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাছাড়া বিভিন্ন অভিযোগের আলোকে সরেজমিনে তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও স্থানীয় তহশিলদারের সহযোগিতায় জমিগুলো অবৈধ দখলমুক্ত করতে বাঁধ অপসারনসহ উচ্ছেদ অভিযান চালানো হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম জানান, সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তাসহ জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলেছি। সরেজমিনে গিয়ে দেখতে পাই অনেক ফসলি জমি ইতোমধ্যে নষ্ট করে ফেলা হয়েছে। জমিগুলো উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে ইউপি সদস্য, তহশিলদারের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ ও চারপাশের বাঁধ অপসারন করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.