রামগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ মোস্তফা কামাল রাজুর বড় ভাই কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ (৪৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন।

যুবদল নেতা মোঃ মাসুদ কাঞ্চনপুর ইউনিয়নে পশ্চিম বিঘা গ্রামের সৈয়দ বাড়ির আবদুল করিমের ছেলে ও মাদক ব্যবসায়ী মোঃ রিপন একই এলাকার ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শাহ মিরান মাদ্রাসার সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। মারাত্মক অবস্থায় যুবদল নেতা মাসুদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হসপিটালে চিকিৎসাধীন যুবদল নেতা মাসুদ জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপনসহ কয়েকজন কাঞ্চনপুর ইউনিয়নসহ পুরো এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। আমরা এলাকার যুব সমাজ তাদেরকে বিভিন্ন সময় অবৈধ কর্মকা- থেকে সরে আসা এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি। এ কারনে এলাকার মাদক ব্যবসায়ীরা আমাদের উপর অনেক ক্ষিপ্ত।

আজ শনিবার দুপুর ২টায় আমি শাহ মিরান মাদ্রাসার সামনের একটি দোকান থেকে সদাইপাতি কিনতে যাই। সদাই নিয়ে মোটরসাইকেলে উঠতে গেলে রিপন আমার মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে চাবি কেড়ে নেয়ার চেষ্টা করে। আমি মোটরসাইকেল থেকে নেমে তাকে কিছু বলার আগেই রিপন কোমর থেকে দারালো অস্ত্র বের করে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমার আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে দ্রুত স্থান ত্যাগ করে। মূলত মাদক ব্যবসায় বাধা দেয়ার কারনে আমাকে সে এলোপাতাড়ি দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মূলহোতাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যুবদল নেতা মোঃ মাসুদের ছোট ভাই মোস্তফা কামাল রাজু গত ৪ আগষ্ট ঢাকায় গুলিতে শহীদ হন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.