রামগঞ্জে ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

শেয়ার

No description available.আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ্ আলমগীর শাওন ও স্থানীয় নাগমুদ গ্রামের আওয়ামীলীগ নেতা সহেল মিঝির বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মোঃ তামজিদ হোসেন রুবেল। মুঠোফোনে সাংবাদিক রুবেলকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণ নাশের হুমকি দেওয়ায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে (২২ অক্টোবর) রবিবার সাংবাদিক মোঃ তামজিদ হোসেন রুবেল বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত ২২ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক নতুন দিন ” পত্রিকায় নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শাহ্ আলমগীর শাওন তার ব্যক্তিগত মুঠোফোন থেকে সাংবাদিক তাজমিদ হোসেন রুবেলকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণ নাশের হুমকি দেয়।

এ ঘটনায় তিনি রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহমুদ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যকে অবগত করেন তামজিদ হোসেন রুবেল।

রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের কাজ। সঠিক নিউজ প্রকাশে সাংবাদিক তামজিদ হোসেন রুবেলকে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওয়তা আনা প্রয়োজন বলে মনে করি।

অভিযুক্ত আলমগীর হোসেন সাওন বলেন, মোঃ বেল্লাল হোসেন বলেন, বিদ্যোৎসাহী সদস্য এখনো নির্বাচিত হয়নি। এখনো কোনো রেজুলেশন হয়নি। তবে অনেকেই মুখে মুখে বলে। এটা নিয়ে সে নিউজ প্রকাশ করছে। তাই তাকে আমি জিঙ্গাসা করছি। প্রান নাশের কথাটি সম্পূর্ণ মিথ্যা।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, একটি লিখিত অভিযোগ পেয়ছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.