রামগঞ্জ”
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালের স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমানের ব্যবহারিত মোটরসাইকেলটি মঙ্গলবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ বাসার নিচ থেকে চুরি হয়েছে। এ ছাড়াও বিগত দিনে ইউপি চেয়ারম্যান ,ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজনের মোটরসাইকেল চুরি ঘটনায় সবাই আতংকগ্রস্থ হয়ে হয়ে পড়েছে। এ দিকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটকে ধরতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তবুও থামানো যাচ্ছে না মোটর সাইকেল চুরি।
এমপি প্রতিনিধি মিজানুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে বাসার মূল গেটের তালা ভেঙ্গে আমার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। ২ মাস পূর্বেও এখান থেকে আরেকটি মোটরসাইকেল চুরি হয়।
Uncategorized