আব তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৯নং শেফালীপাড়া ওয়ার্ডের মেম্বার শাহাজাহান ও তার ছেলে আবু নাছের পাপ্পুর সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র বিধবা রিনা বেগম ও তার ছেলে আরিফ হোসনে, শরীফ হোসেনসহ পুরো পরিবার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭) ফেব্রুয়ারী রাতে উপজেলার শেফালীপাড়া কামিন উদ্দিন বেপারী বাড়িতে। মেম্বার শাহাজাহান ও ছেলে আবু নাছের পাপ্পুর দফায় দফায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর মহড়ার কারনে পালিয়ে বেড়াচ্ছেন বিধবার পরিবার। মেম্বার শাহাজাহান ও তার ছেলে পাপ্পুর এমন কর্মকান্ডে স্থানীয় জনসাধারনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেফালীপাড়া কামিন উদ্দিন বেপারী বাড়ির বিধবা রিনা বেগমের ছেলে আরিফের স্ত্রী জান্নাতুল ফেরদাউসের সাথে পারিবারিক ঝামেলাকে কেন্দ্রকরে তার বাপের বাড়িতে চলে যায়। তারপর স্ত্রী জান্নাতের পক্ষ হয়ে মেম্বার শাহাজাহান তার ছেলেসহ লোকজন নিয়ে আরিফের বাড়িতে গেলে বিধবার পরিবারের লোকজনের সাথে কথা কাটাটির এক পর্যায়ে আরিফের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে দুই গ্রপের সংঘর্ষে মেম্বারও আহত হয়।
খবর পেয়ে মেম্বারের ছেলে পাপ্পু ভাড়াটিয়া লোকজন নিয়ে দপায় দপায় বিধবার বাড়িতে অভিযান অব্যাহত রাখায় পুরো পরিবার আতংকে নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছে। অন্যদিকে গত ১১আগষ্ট ২০২৩ইং সালে সেলিনা আক্তার নামে এক গৃহবধু হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তার মা শাহানাজ বেগম বাদী হয়ে মেম্বার শাহাজাহান বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া শাহাজাহান মেম্বার হওয়ার পর থেকে এলাকার বিভিন্ন বাড়ির রাস্তা করে দিবে বলে লাখ লাখ টাকা এবং বিধবাভাতা বয়স্কভাত দিবে বলে হাজার হাজার টাকা হাতিতে নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে।
বিধবা রিনার ছেলে আরিফ হোসেন জানান, আমাদের স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে শাহাজাহান মেম্বার আমার ছেলের বৌয়ের পরিবারের পক্ষ অবলম্বন করে আমাদের বাড়িতে এসে আমার উপর অর্তকিত হামলা চালিয়েছে। হামলার পর তার ছেলে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার বাড়িতে মহড়া দিচ্ছে।
মেম্বার শাহাজাহান জানান, আরিফের স্ত্রী জান্নাতের পরিবারের লোকজন আমাকে জানালে আমি আরিফের বাড়িতে গেলে তারা আমাকে গালাগাল করলে আমার মাথা গরম হয়ে গেলে আমি প্লাষ্টিকের চেয়ার দিয়ে দু-চারটা মেরেছি। এরপর আরিফ আমাকে বেদমভাবে পিটিয়ে আহত করে।
১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান জানান,বিষয়টি আমি শুনেচ্ছি। তবে দুপক্ষকে ডেকে বিষয়টি ২/১দিনের মধ্যে সমাধান করে দেওয়া হবে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বিষয়টি আমি জানি না। এখ নপর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।