রামগঞ্জ :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার রেজিয়া বেগমের বোন ফাতেমা বেগম ও মেয়ে শিরিন বেগমের নামে ভিডিজি কার্ড দিয়েছে। এলাকাবাসীর অভিযোগে বুধবার বিকেলে চাল বিতরনের সময় সত্যতা পেয়ে ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া কার্ড আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ইউপি সচিবকে দির্দেশ প্রদান করেছেন। এসময় ভাদুর ইউপি সচিব শহিদ উল্যাহ,আ‘লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট রিলিফ অফিসার উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া বলেন,মহিলা মেম্বার রেজিয়া বেগম বরাদ্ধ পাওয়া তিনটি ভিজিডি কার্ড কাউকে না জানিয়ে গোপনে নিজ পরিবারে নামে দিয়েছে। এলাকাবাসী অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করি। তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় দুইটি কার্ড আটক করেছি। আরেকটি কার্ড কার নামে দিয়েছে নিশ্চিত হয়ে ওই কার্ডটিও আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানাবো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,চেয়ারম্যান হোক আর মেম্বার হোক অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পাওয়া মাত্রই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
Uncategorized