রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা রানু বেগম ও তার ছেলে রাকিব হোসেনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। প্রত্যক্ষর্দশীরা জানিয়েছেন স্থানীয় কাদের ও রিয়াদের নেতৃত্বে ১০/১৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী কতৃক এ হামলা ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয় লোকজন মা ও ছেলেকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার চন্ডিপুর ইউপির ফকিরপুর গ্রামের তপাদার বাড়িতে এ ঘটনাটি ঘটে । সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরপুর গ্রামের তপাদার বাড়ির সেলিমের স্ত্রী রানু বেগম ও তার ছেলে রাকিব ইফতারের সময় স্থানীয় কাদের ও রিয়াদের নেতৃত্বে ১০/১৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতঘরে প্রবেশ করে এলোপাড়াড়ি হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বর্নের চেইন,কানের ধুল লুট করে নিয়ে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।