আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ সাত হাজার পিছ (৭০০০) পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদকসম্রাট ইমাম হোসেন (৪৪) ও বাবুল হোসেন (৩৯) কে গ্রেফতার করেছে রামগঞ্জ থানার পুলিশ।
রামগঞ্জ থানার পলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদ হোসেন, এসআই কামাল হোসেন ও মোঃ কাউছারুজ্জামানের নেতৃত্বে এএসআই উত্তম বড়ুয়া, শিমুল দাস, আবুল কালাম ও কনস্টেবল ইশিয়াকসহ বিশেষ অভিযান পরিচালনা করে, কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াবদার মোড়ে পাকা রাস্তার উপর থেকে গত (২৬ জুলাই) বুধবার রাতে আনুমানিক সাড়ে আটটার সময় তাদের আটক করেন পুলিশ।
থানা পুলিশ জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ইমাম ও বাবুল ঘটনাস্থলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছাররুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত বাবুল হোসেন চাঁদপুর জেলার পরিদগঞ্জ উপজেলার গাজীপুর ভূঁইয়া বাড়ির আবুল খায়ের ছেলে এবং ইমাম হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মজুমদার বাড়ির আবদুর ছাত্তারের ছেলে।
এই বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, সাত হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লক্ষ্মীপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।