রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই উপলক্ষে আজ শনিবার দুপুরে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল বাশারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া,মুক্তিযুদ্ধা কমান্ডার তোপাজ্জল হোসেন বাচ্চু,ডেপুটি কমান্ডার আবুল হোসেন সুফি প্রমূখ।
রামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Array
