আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০২৩-২০২৪ইং সালে সকল উন্নয়ন প্রকল্পের ভাগভাটোয়ারা নিয়ে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে তার পরিষদের নিজ কক্ষ বন্ধ করে লাঞ্চিত করেছে ইউপি পরিষদের মেম্বাররা।
রবিবার চেয়ারম্যানের কার্যালয়ের ভিতরে এঘটনা ঘটে। চেয়ারম্যান তার নিজস্ব মনগড়া মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের সকল প্রজেক্ট, টিআর কাবিখা, কাবিটা, ৪০দিনের কর্মসূচী বাস্তবায়নে ইউপি মেম্বাদের না জানিয়ে নিজের পছন্দমত দুএকজন সংরক্ষিত মহিলা মেম্বার দিয়ে পরিচালনা করায় পুরুষ মেম্বাররা ক্ষিপ্ত হওয়ার কারনে এমন অনাকাক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভোলাকোট ইউনিয়ন পরিষদের মেম্বার, আমিনুর রশিদ, কামাল হোসেন, মাহবুবুর রহমান, কাউছার আলমসহ কয়েকজন জানান, জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচননে, চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পছন্দের প্রার্থীদের পক্ষে নির্বাচন না করায়, ইউনিয়ন পরিষদের অধিকাংশ কাজকর্ম থেকে মেম্বারদের বঞ্চিত করে একক সুবিধা নিয়ে খামখেয়ালীভাবে পরিষদ পরিচালনা করছেন চেয়ারম্যান দেলু। পরিষদে আসা সরকারি ভাবে বিভিন্ন কাজকর্ম মেম্বারদের মাঝে উপস্থাপন না করে, সমন্বয়হীন ভাবে একাই পরিচালনা করেন সব।
বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহয়তা প্রকল্পের নামে আসা ৬,৫৭,৬০০ টাকার কাজও কাউকে না জানিয়ে নিজেই পরিচালনা করেন বলে অভিযোগ করেছেন একাধিক মেম্বার। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে এমপি আনোয়ার খানের নৌকা প্রতীকের বিরুদ্ধে যুবলীগ নেতা হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের পক্ষে ভোট করার জন্য অনেক মেম্বারের উপরে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এছাড়াও ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিল কর্তৃক বাস্তবায়ন প্রকল্পের নামে ৬,৫৭,৬০০ টাকার কাজ বরাদ্ধ আসে। সেই কাজকে ৪টি ওয়ার্ডে ৫টি ভাগ বিভক্ত করেন তিনি। ইউনিয়নের ২ নং ওয়ার্ড নাগমুদ চৌধুরী বাড়ি জামে মসজিদ হতে দক্ষিন দিকে রাস্তার সলিং করা ১০৭৬০০ টাকার প্রকল্পে ওই ওয়ার্ডের পুরুষ মেম্বার আমি নিজে এবং ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরা বেগমকে প্রকল্পের সভাপতি না বানিয়ে তাদেরকে না জানিয়ে, অন্য ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা আক্তারকে প্রকল্পের সভাপতি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন। ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর টিওরী খলিফা বাড়ির কবরস্থান হতে উত্তরদিকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত রাস্তার ১,০০,০০০ টাকার প্রকল্পে ওই ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমানকে না জানিয়ে অন্য ওয়ার্ডের মেম্বারকে না জানিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাকতলা পাটওয়ারীর বাড়ির রাস্তার পাশে গাছী বাড়ি সংলগ্ন গাইড ওয়াল নির্মাণে ২,০০,০০০ টাকার প্রকল্পে ওই ওয়ার্ডের মেম্বার কাউছার আলমও বিষয়টি অবগত নয়। তিনি জানেন না এটি কোন ধরনের প্রকল্প, কার মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।
৪নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, চেয়ারম্যান আমার ওয়ার্ডে এসে আমাকে না জানিয়ে, এলাকার রাস্তা মেপে নিয়ে গেছে।
এই বিষয়ে জানতে চাইলে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, লাঞ্চিতের বিষয়টি সঠিক নয়। তবে মেম্বারদের সাথে কিছু তর্কাতর্কি হয়েছে।
কোন নির্বাচন আসলে আমাকে না জানিয়ে মেম্বাররা নিজের ইচ্ছামত ভোট করে। এতে করে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। এজন্য ভবিষ্যতে ইউপির উন্নয়নের স্বার্থে আমি নিজেই প্রকল্প বাস্তবায়ন করে যাবো। মেম্বারদের কথা শুনার সময় আমার নাই। মেম্বাররা না জানলেও উন্নয়ন কাজ থেমে খাকবেনা। এতে অসুবিদার কিছু নেই।