রামগঞ্জ ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার খাঁন বাবুলের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার দশটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুইশত জোড়া বেঞ্চ বিতরন করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার খাঁন বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী অধ্যক্ষ সুরাইয়া আক্তার শিউলী, থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, ভাদুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ”লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া, করপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সভাপতি মজিবুর রহমান মজিব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আফরোজা আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, পৌরযুবলীগের আহবায়ক ও কাউন্সিলর মামুনুর রশিদ আখন্দ, যুগ্ন আহবায়ক ও কাউন্সিলার সাখাওয়াত হোসেন রাজু,ভাদুর ইউপি আ’লীগের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় আনোয়ার খাঁন বাবুল শিক্ষক ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত সকলকে শিক্ষার মান উন্নয়নে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন এবং ছাত্রছাত্রীদের লেখা পড়ার সুবিধার্থে সে সমস্ত স্কুল মাদ্রাসায় বেঞ্চের সমস্যা আছে, সে সকল স্কুল ও মাদ্রাসায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় বেঞ্চ দেওয়ার প্রতিশ্রুতি দেন। উল্লেখ-তিনি এর পূর্বেও উপজেলার আরো পাঁচটি বিদ্যালয়ে পঞ্চাশ জোড়া বেঞ্চ প্রদান করেন।
রামগঞ্জে ব্যক্তি উদ্যোগে স্কুল বেঞ্চ বিতরন
Array
