রামগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রামগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা নারী রামগঞ্জ পৌরসভার শ্রীপুর গ্রামের সাহিনুর বেগম, বাঁশঘর গ্রামের হালিমা আক্তার, সাহারপাড়া গ্রামের তাহেরা বেগম, উত্তর দরবেশপুর গ্রামের নাছরিন আক্তার ও নোয়াগাঁও গ্রামের নাসরিন আক্তারের হাতে সম্মাননা ক্রেস্টসহ সনদপত্র তুলে দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তারসহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.