আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
অনাবৃষ্টি ও তাপদাহ থেকে বাঁচতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টায় রামগঞ্জ বাস স্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে অসহনীয় গরম থেকে জীবন বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণে মাঠে নামাজ শেষে জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন মুসল্লিরা। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল। প্রভাষক আমিনুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি।
সেজন্য ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছি। দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সেই আশায়’। তিনি বলেন, গত কয়েক দিনের অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। ইসতিসকার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।